আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজার টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল ও মাদক মামলার এক পলাতক আসামীসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৩ মার্চ) ভোরে উপজেলা পরিষদের রাস্তা উপর ও গোদারবিল বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,বুধবার (২৩মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার এসআই নকিবুল্লাহ এর নেতৃত্বে একদল পুলিশ ফোর্স টেকনাফ পৌরসভার উপজেলা পরিষদ এলাকায় কতিপয় মাদক কারবারী ফেন্সিডিল নিয়ে রাস্তায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার মৃত হাজী মোজাহেরের ছেলে মো. নাসির (২৬) ও পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মো. সিকদারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (১৯)।

অপরদিকে একইদিনে টেকনাফ মডেল থানার এসআই সজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদর ইউনিয়নের গোদার বিল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবা মামলার পলাতক আসামী মামলা নং ৪২/৪২, তাংঃ ১১/০১/২০২২ ইং ধারা ২০১৮ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনী এর ১০(গ)/৪১ সহ একাধিক মামলার আসামী ও মাদক সম্রাট সদর ইউপির গোদারবিল বর্তমান নতুন পল্লান পাড়ার আব্দুল হাকিমের ছেলে হেলাল উদ্দীন (৩০) কে গ্রেফতার করা হয়।

ওসি আরো জানান,গ্রেফতারকৃত ব্যক্তিদের আইনি কার্যক্রম শেষে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।