শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঘরে ঘরে রয়েছে মিটার, তার টানা রয়েছে, বিলের কাগজ ও পৌঁছে যায় মাস শেষে গ্রাহকের এমন অভিযোগের ভিত্তিতে কক্সবাজার নিউজ ডটকমে “কুতুবদিয়ায় বায়ুবিদ্যুৎ পাখা আছে আলো নেই” শিরোনামে সংবাদ প্রকাশের পর কুতুবদিয়া উপজেলা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুৎ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ডিজেল চালিত জেনারেটর মেশিন দিয়ে সন্ধ্যা ৬টা হতে রাত ১১ টা পর্যন্ত দৈনিক পাঁচ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে। ইতিমধ্যে বিতরণ লাইন ও সঞ্চালনের কাজও সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মু আবু হাসনাত জানান, আলী আকবর ডেইল ইউনিয়নে বায়ুবিদ্যুৎ প্রকল্পের আওতায় স্থানীয়ভাবে ৪৫০ জন গ্রাহকের বিদ্যুৎ সংযোগ রয়েছে। এখন বাতাসের গতিবেগের কারণে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকায় সিদ্ধান্ত হয়েছে বড়ঘোপে মত ৬টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে। আর গ্রাহকদের সমস্যার সম্মুখীন হতে হবে না বলে জানান তিনি।
উল্লেখ, (২০০৬-৭) অর্থ বছরে ১ মেগাওয়াট বিদ্যুৎ প্রতিষ্ঠান ফ্যান এশিয়া পাওয়ার সার্ভিস লিমিটেড মাধ্যমে বায়ু বিদ্যুৎ কেন্দ্র কাজ শুরু করে। আবার ২০১৬ সালে ২৩ কোটি ৭৭ লক্ষ টাকা ব্যায়ে ২০টি টারবাইন দিয়ে বায়ু বিদ্যুৎ কেন্দ্র নতুন করে নিমাণ করা হয়।