শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
বিনিয়োগ করি যক্ষা নির্মূলে, জীবন বাঁচায় সবাই মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব যক্ষ্মা দিবস ২০২২ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে র্যালি শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শাহীন আবদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক কিশোয়ার হোছাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রজব আলী,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য মিজানুর রহমান টিটু,সাংবাদিক কাইছার সিকদার, এমটিইপিআই কামরুল হাসান, উপজেলা নিউট্রশন সুপারভাইজার মো.রায়হানুল ইসলাম, ফ্রেন্ডশীপের সুপারভাইজার আমজুমান আরা ডেজিসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।
বক্তারা বলেন, যক্ষ্মা রোগ প্রতিরোধ ও প্রতিকারে নিজেকে সচেতন হতে হবে এবং সকলকে সচেতন করার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। রোগের লক্ষণের বিষয়ে সকলকে সচেতন হতে হবে। আগামী ২৮, ২৯, ৩০মার্চ মোট তিনদিন উপজেলার ১৭টি কেন্দ্রে করোনার গণটিকা দেওয়া হবে৷ সকল নাগরিককে নিজ উদ্যোগে টিকা গ্রহণের আহ্বান জানানো হয়৷ জনস্বার্থে করোনা টিকা গ্রহণের জন্য বাধ্য করা হবে বলে উল্লেখ করেন তাঁরা৷