এস.এম.জুবাইদ,পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় কাটাফাঁড়ি ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এর মালিকানাধীন প্রায় কোটি টাকা দামের জায়গা জবর দখল করেছে স্থানীয় প্রভাবশালীরা ভূমিদূস্যুরা।
পাউবোর মালিকানাধীন এ ১২ শতক জমিতে স্থাপনা নির্মাণের জন্য গত দুই সপ্তাহ ধরে মাটি ভরাট কাজ চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের রহস্যজনক ভুমিকায় তারা বীরদর্পে এ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বানৌজা শেখ হাসিনা সাবমেরিন নৌঘাঁটি সংযোগ সড়কের পেকুয়া সদর ও মগনামা ইউনিয়নের সংযোগ কাটাফাঁড়ি ব্রীজের পশ্চিম পাশে ভোলাখালে জেগে ওঠা চরে পাউবোর বিপুল পরিমান জায়গা রয়েছে। ওই জায়গায় প্রতিদিন ট্রাকে করে মাটি ফেলে ভরাট করা হচ্ছে।
স্থানীয়রা জানান, স্থানীয় ফরিদুল আলম, কামাল হোসেন ও রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি ভ’মিদুস্যু চক্র পাউবোর এ মূল্যবান জায়গাটি দখলে নিয়েছে।
এ বিষয়ে ফরিদুল আলম ও রাশেদুল ইসলাম বলেন, আমরা শুধু মাটি কাটছি তবে জমি দখল করিনি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত বলেন, সরকারি জায়গা দখলের বিষয়টি আমি শুনেছি। তবে এটি পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন জায়গা। জবর দখলের ব্যাপারে তারা ব্যবস্থা নেবে।
এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী বলেন, জমি দখলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।