প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সরকারি কলেজে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন করা হয়েছে। ২৫ মার্চ ২০২২ খ্রি. শুক্রবার সকাল ৯:০০ টায় কক্সবাজারস্থ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনের কর্মসূচি সূচনা হয়। বাদ জুমা কক্সবাজার সরকারি কলেজ জামে মসজিদে একাত্তরের সেই ভয়াল কাল রাতে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭:০০ টায় জাতীয় কর্মসূচির সাথে মিল রেখে কলেজ ক্যাম্পাস ও শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর কামরুল আহসানসহ অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে শপথ পাঠ করা হয়। এছাড়াও রাত ৯:০০ টায় আলো নিভিয়ে এক মিনিট প্রতীকী ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়েছে।