মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা জজশীপের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ৫২ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে
শনিবার ২৬ মার্চ সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল ও অন্যান্য বিচারকবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করে কর্মসূচীর শুভসূচনা করেন। এরপর জেলা জজ আদালত প্রাঙ্গনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল। কক্সবাজার জেলা জজশীপের বিচারক, ৩ টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক, কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন এবং বৃক্ষ রোপন করেন।
একইদিন জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা” শীর্ষক সেমিনার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছার সঞ্চালনায় সেমিনারে অন্যান্যদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা জজ) মশিউর রহমান খান, ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোঃ আবদুর রহিম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকী, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, যুগ্ম জেলা ও দায়রা জজ-১ মাহমুদুল হাসান, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আবুল মনসুর ছিদ্দিকী, জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস. এম আব্বাস উদ্দিন, সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী ফরিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। সেমিনারে সহকারী জজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অন্যান্য বিচারক, কর্মকর্তা-কর্মচারীরা সেমিনারে অংশ নেন।
শনিবার জোহরের নামাজের পর কক্সবাজার শহরের বায়তুশ শরফ এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে জেলা বিচার বিভাগের উদ্যোগে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল উপস্থিত থেকে খাবার বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস. এম আব্বাস উদ্দিন ও বায়তুশ শরফের কর্মকর্তা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।