শাহেদুল ইসলাম ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

বাংলার মানুষের গৌরবোজ্জল এ প্রাপ্তি ও জীবন বিসর্জন দেয়া মুক্তিকামী মানুষদের স্মরণ রাখতেই ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কক্সবাজারের কুতুবদিয়ায় ১ হাজার ৭১৭ জন শিক্ষার্থীর সমন্বয়ে আঁকা হয়েছে বাংলাদেশের লাল সবুজের মানব পতাকা। আর এটির আয়োজন করেছেন ধূরুং আর্দশ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ।

শনিবার সকাল সাড়ে ১০টায় ধুরুং স্টেডিয়ামে শিক্ষার্থীদের ১৫০ ফুট দৈর্ঘ্য ও ৯০ ফুট প্রস্থের এ মানব পতাকার ডিসপ্লেটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরের জামান চৌধুরী।

উক্ত বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মঞ্জুর আলম সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আ‘লীগের সদস্য মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার প্রমূখ।