সংবাদ বিজ্ঞপ্তি :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে সাংবাদিক সংসদ কক্সবাজারের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ) বিকালে শহরের অভিজাত একটি হোটেলের হলরুমে সংগঠনের সভাপতি এম এ আজিজ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, সাংগঠনিক সম্পাদক রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম ও কবি জসিম উদ্দিন।
সভায় বক্তারা বলেন, 'মহান মুক্তিযুদ্ধ হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ত্যাগের ফসল হচ্ছে স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্ম যত জানবে তত বেশি তারা দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এ জন্য সন্তানদের দেশপ্রেম নিয়ে গড়ে তুলতে হবে।'
সাংবাদিক সংসদ কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি এস,এম ছৈয়দ উল্লাহ আজাদ, আমান উল্লাহ, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম সোহেল, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা সিরাজ ও সহ নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল বকেয়া নেহা।
এসময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক জিকির উল্লাহ জিকির, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির, এম এস হান্নান, আবদুল্লাহ সায়েম, এন,এ সাগর, আশরাফ বিন ইউছুফ, এমডি আলমগীর ও সুমন প্রমূখ।
আলোচনা সভা শেষে অভিষেক ও শপথ অনুষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব পেশ করা হয়। পরে পবিত্র মাহে রমজানে সংগঠনের ইফতার মাহফিল তারিখ নির্ধারণ নিয়ে আলোকপাত করা হয়।