সংবাদ বিজ্ঞপ্তি :
যথাযোগ্য মর্যাদায় মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কক্সবাজার সিটি কলেজে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে শনিবার (২৬ মার্চ) সকালে কলেজ প্রাঙ্গনে সমবেত জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন অধ্যক্ষ ক্য থিং অং। এরপর শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে কলেজ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ ক্য থিং অং। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা।
সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, বানিজ্য অনুষদ প্রধান ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সমাজবিজ্ঞান অনুষদের অনুষদ প্রধান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানুর আক্তার, বিজ্ঞান অনুষদ প্রধান এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জেবুন নেছা, কলা অনুষদ প্রধান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার চৌধুরী, ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন।
সভায় বক্তারা আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের প্রেক্ষপট ও অর্জিত স্বাধীনতার পেছনের ত্যাগ তিতিক্ষার কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় ।
এরপর মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ক্য থিং অং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত স্বাধীনতার কথা তিনি সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন। একইসাথে তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিবসের আয়োজন সমাপ্ত হয়।
পরে প্রতিষ্ঠানের কর্মচারী হেমন্ত দে'র অবসর গ্রহনের উপলক্ষে তাকে স্মারক প্রদান করেন অধ্যক্ষ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক পবন পাল এবং অধ্যাপক কে.এম. সানাউল হক।