হ্যাপী করিম, মহেশখালী :
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া আল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এ উপলক্ষ্যে কর্মসূচীর মধ্যে ছিল, তিলাওয়াতে কুরআন, জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালী, আলোচনা সভা ও দু’আ মাহফিল।

শনিবার ২৬ মার্চ সকালে হাতে হাতে লাল -সবুজ জাতীয় পতাকা, দেশাত্মবোধক নানা স্লোগানে মুখরিত কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‍্যালী গ্রামবাসীর মাঝে দেশপ্রেমের প্রেরণা সঞ্চার করে। র‍্যালী শেষে আলোচনা সভা ও দু’আ মাহফিলে খোন্দকার পাড়া আল কোরআন একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিক নুরী সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন..সিনিয়র শিক্ষক মাওলানা সাইফুল্লাহ খালেদ, সহকারী শিক্ষক মোহাম্মদ সেলিম, সহকারী শিক্ষক মোহাম্মদ কাউছার, সহকারী শিক্ষক কামাল হোসেন জিকু প্রমুখ।

এ সময় সভাপতির বক্তব্যে মাওলানা ছিদ্দিক নুরী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য ও দেশপ্রেম বিষয়ে কেমলমতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিশুতোষ আলোচনা করেন।

দু’আ মাহফিলে নিষ্পাপ শিশু ছাত্র-ছাত্রীদের নিয়ে স্বাধীনতা সংগ্রামের বীর শহীদানের রুহের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত করা হয়।