দেলওয়ার হোছাইন, পেকুয়া:
পেকুয়ায় উপসহকারী প্রকৌশলীর ঘুষিতে নাক ফাটলো রাজাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুলের।
রবিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের দশেরঘোনা বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমকে উত্তম মধ্যম দিয়ে অবরুদ্ধ করে রাখে ক্ষুব্ধ জনতা। পরে থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। আহত চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল বলেন, পেকুয়ায় উপজেলা আ’লীগের বর্ধিত সভায় অংশ গ্রহন করতে বাড়ি থেকে বের হই। দশেরঘোনা সড়কের সংস্কারকাজ চলছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বারবাকিয়া-রাজাখালী সংযোগ ব্রীজে নেমে কাজের কাজের তদারকি করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী আব্দুল আলিমের সাথে কথা হয়। ঝুঁকিপুর্ণ ব্রীজের বিষয় নিয়ে আগামি সমন্বয় সভায় তাকে আলাপ করতে একটু অনুরোধও করি। এ সময় তিনি বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘুষি লাগায়।
অভিযুক্ত উপসহকারী আব্দুল আলিমের বক্তব্য নেওয়ার জন্য চেষ্টা করা হয়। মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন, চট্টগ্রাম থেকে নির্বাহী প্রকৌশলী এসেছে। থানায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসেছি।