মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঈদগাঁহ রশিদ আহমদ কলেজের প্রতিষ্ঠাতা মরহুম রশিদ আহমদ এর জ্যেষ্ঠ কন্যা ফাহমিদা নাসের (৫৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—রাজিউন)। রোববার ২৭ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রাশেদ হাসপাতালে Life support এ থাকাবস্থায় তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন।

মরহুমার ফুফাতো ভাই, ঈদগাঁহ রশিদ আহমদ কলেজের সাবেক অধ্যক্ষ ওমর ফারুক সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

মরহুমা ফাহমিদা নাসের ব্যক্তিগত জীবনে খুবই দানশীল এবং মানবিক গুণাবলী সম্পন্ন নারী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। মরহুমা ফাহমিদা নাসের ছিলেন ফরিদা রশিদ এর কন্যা। মরহমা কেন্দ্রীয় পাকিস্তানের সাবেক শ্রম মন্ত্রী মৌলভী ফরিদ আহমদ এর ভাতিজী, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম এডভোকেট খালেকুজ্জামান ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সহিদুজ্জামান এর চাচাতো বোন।