এম বশির উল্লাহ, মহেশখালী:

মহেশখালী উপজেলা প্রশাসন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। গত শনিবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫১তম স্বাধীনতা দিবসের আয়োজনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহেশখালী উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে মহেশখালী উপজেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

শনিবার সকাল সাড়ে ৮টায় মহেশখালী আর্দশ উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের মধ্য দিয়ে শুরু হওয়া স্বাধীনতা দিবসটি রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

স্কুল মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা মোহাম্মদ আব্দুল হাই পিপিএম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনুয়ারা চৈয়দ, মুক্তিযুদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, শিক্ষক আশিষ চক্রবর্তি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মর্কতা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। পরে বিকালে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সাংসদ আশেক সহ দলীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।