জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের মন থেকে গণিতের ভয় দূর করে গণিতকে সহজ, আনন্দময় করার লক্ষ্যে ‘আনন্দ উৎসবে গণিত মেলা’ আয়োজন করেছে এডুকেশন এন্ড ষ্কিমস প্রোগ্রাম ইন চিটাগং ট্র্যাক্টস ব্রাক শিক্ষা কর্মসূচি।
রবিবার (২৭ মার্চ) দিনব্যাপী নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ গণিত মেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন প্রধান শিক্ষক নাসরিন আক্তার। সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন।
গণিত মেলায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সালমা ফেরদৌস, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, এলকা ব্যবস্হাপক সেলিনা পারবিন,ব্রাক শিক্ষা অফিসার, মুহাম্মদ মতিউর রহমান,জেলা ব্রাক প্রতিনিধি মো: অরিফ, একাডেমিক সুপার ভাইজার, মো: সোহেল মিয়া প্রমূখ।
বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত মেলা কমিটি সূত্রে জানা যায়, এই গণিত মেলায় উপকরণের মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে গণিতকে সহজভাবে শিখতে ও জানতে গণিতের বিভিন্ন কঠিন সূত্রের সহজ ব্যাখ্যা আকারে উপস্থাপন করা হয়। মেলাতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় মেলাতে ১৪টি স্টল নিয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম পর্যন্ত স্কুলের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এ মেলায় ঘুরে ঘুরে দেখেন, গণিতের নানা বিষয়ে প্রশ্ন করেন, উত্তর মিলান যাতে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুব আনন্দ পায়।
উপজেলা সহকারি কমিশানার ভুমি জর্জ মিত্র চাকমা, শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা,সহকারি শিক্ষা অফিসার আক্তার উদ্দিন, উপজেলা পরিসংখ্যান অফিসার রিমন রুদ্র,প্রতিটি স্টল অনেক মনোযোগ সহকারে ভিজিট করেন ও শিক্ষার্থীদের প্রতিটি স্টলে গিয়ে গণিত বিষয়ে ধারণা দিয়ে সহযোগিতা করেন।
মেলায় অতিথিরা গণিত বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিলে শিক্ষার্থীদের পুরস্কৃত করেন।
এ শিক্ষা কর্মসূচির উপকরণ তৈরি ও উপস্থাপনের সার্বিক সহযোগিতা করেন ব্র্যাকের আব্দুল মন্নান। কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।