নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার দারুল আরকাম তাহফিযুল কুরআন মাদ্রাসার হাফেজদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ মার্চ) রাতে লালদিঘির শাখায় বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দারুল আরক্বমের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজী।
বিদায়ী ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেখানে যাবে নিজ ও প্রতিষ্ঠানের সম্মান রাখবে। সুন্দরভাবে চলবে। জীবনাচরণ লেনদেন, কাজকর্মে প্রতিষ্ঠানের সুনাম যেন ছড়িয়ে পড়ে। বদনাম হয়, বদদোয়া আসে এমন কোনো কাজে জড়াবে না। নিয়মিত কুরআন তিলাওয়াত ও আমলিয়াতি জিন্দেগি করবে।
ইউনুস ফরাজী বলেন, সন্তানের কারণে মা-বাবারা জান্নাতি বা জাহান্নামি হয়। হাফেজ হওয়া বড় বিষয় নয়, নিজের জীবনকে জান্নাতমুখি করতে পারাটাই সার্থকতা।
বিদায়ী ছাত্র আবদুল্লাহিল আমিন আফজালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কক্সবাজার অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি ও সিবিএনের বার্তা সম্পাদক ইমাম খাইর, স্থানীয় সমাজকর্মী ফয়সাল হুদা, শিক্ষক হাফেজ মুহাম্মদ মিছবাহ উদ্দিন, হাফেজ শাহরিয়ার আসিফ, হাফেজ ছানা উল্লাহ, হাফেজ আবদুর রহমান।
বিদায়ী ছাত্র আবদুল্লাহিল আমিন আফজাল তার অনুভূতিমাখা বক্তব্যে শিক্ষক ও শিক্ষার্থীদের আপ্লুত করেন।
বিদায়ী ৫ জন হাফেজকে শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সবশেষে অধ্যয়নরতদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন বিদায়ী হাফেজবৃন্দ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিদায় অনুষ্ঠানের সমাপ্তি হয়।