এম.এ আজিজ রাসেল:
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রথম আন্তর্জাতিক টি-২০ বঙ্গবন্ধু ফোর নেশন্স টি-২০ ক্রিকেট কাপের আয়োজন করা হয়েছে।
৪টি দেশের শারীরিকভাবে প্রতিবন্ধী খেলোয়াড়দের নিয়ে চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কা।
রোববার (২৭ মার্চ) সকালে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয় নেপাল। এদিন ভার্চুয়াল এর মাধ্যমে খেলা উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন, কক্সবাজারের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।