জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোঃ এনামুর রহমান এমপি বলেছেন, আমরা যদি ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে চাই , তাহলে আমাদের কে গবেষণার কাজে মনোযোগ দিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি গবেষণা করতে হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে গবেষণার কাজে
আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে গবেষণার কাজে সহযোগিতা অব্যাহত থাকবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়,বন ও পরিবেশ মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে আমরা মিলেমিশে কাজ করব।
আজ ২৮ মার্চ সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঢাবির ডিজেস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের উদ্যোগে আয়োজিত "Climate Change and Disaster Science & Technology in Decision Making " শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডীন ডক্টর মোঃ জিল্লুর রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আমরা উচ্চতর গবেষণা করে যাচ্ছি। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ। তাই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা গবেষণা করে যাচ্ছি যাতে দুর্যোগকালীন সময়ে মানুষের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (শিক্ষা) এবং ডিজেস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ডক্টর
এ. এস.এম. মাকসুদ কামালের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে সেন্টার ফর ইনভায়রনমেন্টাল এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সার্ভিস এর নির্বাহী পরিচালক মালিক ফিদা এ .খান দেশের জলবায়ু গবেষক , সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।