জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেনের নেতৃত্বে আজ ২৭ মার্চ রোববার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।
আক্তার হোসেন দৈনিক আমার সংবাদ কে বলেন , ডিএমপি কমিশনারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ, কুরুচিপূর্ণ এবং দায়িত্বহীন। অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে দেওয়া উনার বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।
ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক করিম প্রধান রনি বলেন, ডিএমপি কমিশনারের বক্তব্যে জাতি হতাশ।উনার কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে। উনাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মাহির, মুহসীন হলের ছাত্রদল নেতা মনসুর আহমেদ রাফি, আহনাফ এ রিফাত সহ আরো কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী।