সিবিএন:

কক্সবাজার সিটি কলেজের প্রভাষক ইকবাল হোছাইন এমফিল ডিগ্রি লাভ করেছেন । এ উপলক্ষে মহান স্বাধীনতা দিবসে কলেজ বাণিজ্য ভবন মিলনায়তনে এক সংবর্ধনা প্রদান করা হয়।এতে অধ্যক্ষ ক্য থিং অং বলেন – জাতিকে এগিয়ে নিতে বুদ্ধিবৃত্তিক চর্চা ও গবেষণা কর্মের বিকল্প নেই। ইকবাল হোছাইনের গবেষণা কর্ম আমাদের অনুপ্রাণিত করবে।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, বানিজ্য অনুষদ প্রধান ও হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক গোপাল কৃষ্ণ দাশ, সমাজবিজ্ঞান অনুষদের অনুষদ প্রধান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাহানুর আক্তার, বিজ্ঞান অনুষদ প্রধান এবং পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জেবুন নেছা, কলা অনুষদ প্রধান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আকতার চৌধুরী, ব্যবসায় ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাশেম উদ্দিন , বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শরমিন ছিদ্দিকা লিমা।।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দর চৌধুরীর গবেষণা নির্দেশনায় ‘রোহিঙ্গা সমস্যা ও বাংলাদেশ (১৯৭৮-২০১০)’ শিরোনামে ১৮/০২/২০২২ ইং-এর ২৪১তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক ০৫/০৩/২০২২ ইং-এর ৫৩৭তম সিন্ডিকেট সভায় গবেষক ইকবাল হোছাইনকে এমফিল ডিগ্রি প্রদান করা হয়। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তার গবেষণাকর্মটি সম্পন্ন করেন।

তিনি উখিয়া উপজেলার মরিচ্যা পালং উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৭ সালে এসএসসিতে প্রথম শ্রেণী, কক্সবাজার সরকারী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা থেকে এইচএসসি থেকে ১৯৯৯ সালে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগ থেকে বিএসএস অনার্স ও এমএসএস করেন। এছাড়াও তিনি ২০১৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেটশীপ সনদ গ্রহণ করেন। তবে তিনি সনদ গ্রহণ করলেও তিনি মুলত কক্সবাজার সিটি কলেজ রাষ্ট্র বিজ্ঞান বিভাগে ২০১১ সাল থেকে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তার পারিবারিক পরিচয় হচ্ছে, তিনি কক্সবাজার জেলা আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম এ.কে. আহমেদ হোছাইন-এর সুযোগ্য সন্তান। তার সহধর্মিণী  শামসুন নাহার বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের একজন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। তার একটি পাঁচ বছরের কন্যা সন্তান রয়েছে। তার জন্ম উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নে। ভবিষ্যতে যাতে তিনি পিএইচডি ডিগ্রী অর্জন করতে পারেন তার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন।