সিবিএন:
কক্সবাজার শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রিদুয়ান নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিটি কলেজের গেটের সামনে এই ঘটনা ঘটে। নিহত রিদুয়ান সাহিতিক্যা পল্লীর আবু ছিদ্দিকের পুত্র।
রাত ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই ছাত্র। রিদুয়ান চট্টগ্রামের হাজী মুহাম্মদ মহসিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
নিহত রিদুয়ানের ভাই শাহজাহান বলেন, পাশের গরুর হালদা এলাকার কিছু সন্ত্রাসী সাহিত্যিকা পল্লী এলাকায় এসে নানা অপরাধ সংঘঠিত করে। তাদের একাধিকবার এলাকায় না আসার জন্য বারণ করে রিদুয়ান। এর জের ধরে সোমবার সন্ধ্যায় ছোটন, আহাদ ও রাহাতসহ আরও ৭-৮ জন সন্ত্রাসী তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করার দুই ঘণ্টা পর মারা যায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মনিরুল গিয়াস জানান, সন্ত্রাসীরা এক কলেজছাত্রকে ছুরিকাঘাত করলে মারা যায়। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরে পুলিশ গিয়ে শান্ত করে।