মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে-শিশু ও নারীর ক্ষমতায়ন কম্পোনেন্ট এর আওতায় সকল নারীর বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) টানটু সাহা। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য বিষয়ক মন্ত্রীরীর প্রতিনিধি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব খাইরুল বশর , ঘুমধুম তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহেল রানা, ইউনিয়ন যুবলীগ সভাপতি ছৈয়দুল বশর, সাধারণ সম্পাদক নুর হোছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব রাজা মিয়াসহ ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের সর্বত্র মাদক তথা ইয়াবা গ্রাস করলেও বর্তমান পরিবেশে তা প্রতিরোধ করতে হবে।