এম.এ আজিজ রাসেল :
শহরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (২৮ মার্চ) দুপুর আড়াইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার এ অভিযান চালায়।
জানা যায়, ঝাউতলা শাহ আমানত ষ্টোরের সামনে ইয়াবা লেনদেনের গোপন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের এএসআই শহীদুলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের খবর টের পেয়ে পালাতে গিয়ে মহেশখালী ছোট মহেশখালী মাইজপাড়া লম্বাঘোনার আবু সিদ্দিক মেম্বারের বাড়ির মৃত ওমর কাজীর পুত্র নজির আহমদ ও রামু খনিয়া পালংয়ের মধ্যম ধেচুয়া পালংয়ের কবির আহমেদর পুত্র মোহাম্মদ আবদুল্লাহকে আটক করা হয়। এসময় তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক আবদুল্লাহ চন্দ্রিমা এলাকার পূর্ব কলাতলী আদর্শ সমাজ কমিটির সভাপতি বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
আটকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।