সংবাদ বিজ্ঞপ্তি:
আসন্ন জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন এডভোকেট রনজিত দাশ। তিনি বর্তমানে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। পাশাপাশি তিনি প্রাক্তন ছাত্রলীগ পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদকও। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে নিজের নাম আনুষ্ঠানিক ঘোষণা দেন ছাত্রলীগ ও যুবলীগের ত্যাগি সাবেক এই নেতা। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন-প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক কাজী মোস্তাক আহমদ শামীম, জেলা যুবলীগের সিনিয়র নেতা মোঃ শহিদুল্লাহ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কৃষকলীগ নেতা আনিসুল হক চৌধুরী, জেলা তাঁতীলীগের সভাপতি আরিফ উল মওলা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেখার, জেলা যুব মহিলা লীগের সভাপতি আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক লুনা, জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক মোঃ আবু তৈয়ব, সাবেক ছাত্রলীগ নেতা শেখ মহসিনসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।