বলরাম দাশ অনুপম :
মহেশখালীর মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজনে শহিদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে প্রকল্পের ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে এমআইসিআর চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিন আল পারভেজ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত সিদ্দিকীসহ ভূমি অধিগ্রহণ শাখার কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা এবং প্রকল্প এলাকার জনগণ উপস্থিত ছিলেন।