হ্যাপী করিম, মহেশখালী:
মহেশখালী উপজেলার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুতুবজোম জামেউসুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ২১ মার্চ সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে মাদ্রাসা মিলনায়তনে ভোট গ্রহন সম্পন্ন হয়, এতে অভিভাবকদের ভোট মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে ১০ সদস্য নির্বাচিত হয়।
পরবর্তী ধাপে ২৯ মার্চ সাড়ে ৪ টায় মাদ্রাসা মিলনায়তনে সভাপতি পদে ২ জন প্রতিদন্ধীতা করেন একজন দাখিল শাখায় অভিভাবক পদে নির্বাচিত মুহাম্মদ শফিউল আলম, অপর জন মাদ্রাসার সাবেক সভাপতি মরহুম হাজী মোস্তাক আহাম্মদের পুত্র আমির হোসেন।
নির্বাচিত কমিটির দাতা, প্রতিষ্ঠাতা, অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিগণের উপস্থিতিতে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
কুতুবজোম ইউপির বর্তমান সদস্য ও অত্র মাদ্রাসার নবগঠিত কমিটির প্রতিষ্ঠাতা সদস্য সাবেক মেম্বার ফরিদ আহমদ চৌধুরী, সভাপতি পদে কুতুবজোম ১নং কবিরের ছোট ভাই মাদরাসা পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মরহুম মোস্তাক আহাম্মদের পুত্র আমির হোসেন এর নাম প্রস্তাব করলে দাতা, প্রতিষ্ঠাতা, শিক্ষক প্রতিনিধি ও অভিভাবক প্রতিনিধি পদে পূর্বে নির্বাচিত সর্বমোট ১০ সদস্য গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগের, এতে ৭ভোট পেয়ে কুতুবজোম জামেউসুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন আমির হোসেন।
এবারের মাদ্রাসা পরিচালনা কমিটির নির্বাচন পরিচালনায় রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ ফজলুল করিম। তাকে সহায়তা করেন মাদ্রাসার সুপার (ভারপ্রাপ্ত) মাওলানা রেজাউল করিম, এ সময় আরো উপস্থিত ছিলেন মহেশখালী প্রেসক্লাবের সভাপতি আবুল বশর পারভেজ, অত্র প্রতিষ্ঠানের সম্মানীত শিক্ষক, প্রাক্তন ছাত্র, স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি আমির হোসেন বলেন, তিনি কুতুবজোম জামেউস্ সুন্নাহ্ দারুল উলুম দাখিল মাদ্রাসা’র উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।