মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৃহস্পতিবার ৩১ মার্চ ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।
মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস বৃহস্পতিবার বেলা ১ টা ২৫ মিনিটে বিমানযোগে ঢাকা শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। একইদিন সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এবং অনুষ্ঠানটি তিনি সঞ্চালনা করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আফজাল হোসেন মূখ্য সচিবের সফরসঙ্গী হিসাবে থাকবেন।
পরদিন শুক্রবার ১ এপ্রিল সকাল ৯ টায় দুই দিনের কক্সবাজার সফর শেষে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস চট্টগ্রামের পটিয়ার সুচক্রদন্ডীর পৈতৃক নিবাসের উদ্দ্যেশে সড়কপথে কক্সবাজার ত্যাগ করবেন বলে মূখ্য সচিবের একান্ত সচিব মো: ওসমান গনি প্রেরিত সফরসূচিতে জানা গেছে।