মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

“উন্নয়নের নতুন জোয়ার
বদলে যাওয়া কক্সবাজার” এ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার ৩১ মার্চ কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে দিনব্যাপী অনুষ্ঠিত হবে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপনের জমকালো অনুষ্ঠান। জাতীয় পর্যায়ের এ মেগা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী উপস্থিত হয়ে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য লাবনী পয়েন্টে বিশাল প্যান্ডেল, স্টেজ, লাইটিং, প্রজেক্টর লাগানো, চেয়ার বসানো, আতশবাজি ফোটানোর কার্যক্রম, সাউন্ড সিস্টেম সহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধুমধাম আয়োজনে সাজ সাজ রব উঠেছে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে। অপূর্ব সাজে সেজেছে সমুদ্রপাড়।

দিনব্যাপী অনুষ্ঠিতব্য উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানটি ২ পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব সকাল ৯ টায় শুরু হবে। অনুষ্ঠানে ৫ জন মন্ত্রী, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব সহ ৬ জন সচিব, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের ৫ জন সংসদ সদস্য সহ ৮ জন এমপি, উর্ধতন কর্মকর্তা ও বিশিষ্টজনেরা কক্সবাজারের লাবনী পয়েন্ট প্রান্তে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সাথে সংযুক্ত হবেন।

বৃহস্পতিবার সান্ধকালিন মূল পর্ব অর্থাৎ ২য় পর্ব শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায় অতিথিদের আগমনের মধ্য দিয়ে। সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ভার্চুয়ালি অনুষ্ঠানে সংযুক্ত হবেন। এরপর সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন। এরপর কক্সবাজারের মেগা উন্নয়ন প্রকল্প গুলোর কার্যক্রম নিয়ে “জোরসে চলো বাংলাদেশ” শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হবে।

অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ এমপি’র সভাপতিত্বে, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর সঞ্চালনায় উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানটির ২য় পর্বে একইদিন সন্ধ্যায় লাবনী পয়েন্ট থেকে ৩ জন মন্ত্রী স্থানীয় উন্নয়নের উপর প্যানেল আলোচনায় অংশ নেবেন। মন্ত্রীরা হলেন-ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি এবং নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এছাড়া যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোঃ মেজবাহ উদ্দিন চৌধুরী, বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন সহ উর্ধতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে স্থানীয় উন্নয়নের উপর মন্ত্রীদের উপস্থাপনার পর স্থানীয় উন্নয়নে সুবিধাভোগীরা বক্তব্য রাখবেন। সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে প্রধান অতিথি হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বক্তব্য রাখবেন। এরপর “একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার” গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন, আতশবাজি ফোটানো এবং ‘ফুয়াদ এন্ড ফ্রেন্ডস’ ও ‘চিরকুট’ এর সংগীতানুষ্ঠানের মধ্যে দিনব্যাপী এই জমকালো আয়োজন শেষ হবে।

এর আগে দিনের প্রথম পর্বের অনুষ্ঠান সকাল ৯ টায় শুরু হবে অতিথিদের আগমনের মধ্য দিয়ে। সকাল ১০ টায় জাতীয় সংগীত পরিবেশন, স্বাগত বক্তব্য, উন্নয়নশীল দেশে উত্তরণ বিষয়ে ডকুড্রামা, জাতিসত্তার কবি, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা’র কবিতা আবৃত্তি, স্থানীয় শিল্পীদের পরিবেশনায় দেশাত্মবোধক গান ও পল্লী সংগীত, বিশিষ্ট ব্যক্তিদের সাথে স্কুল শিক্ষার্থীদের সংলাপ, স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব, স্কুল পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে সাংস্কৃতিক পর্ব।

“উন্নয়নের নতুন জোয়ার, বদলে যাওয়া কক্সবাজার” প্রতিপাদ্য নিয়ে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন মেগা অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এ জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অধিকাংশ মন্ত্রী, সচিব, ভিভিআইপি-রা এ অনুষ্ঠানে অংশ নিতে ইতিমধ্যে কক্সবাজার এসেছেন। এ অনুষ্ঠানকে ঘিরে ভিভিআইপি-দের পদভারে মুখরিত হয়ে উঠেছে সমুদ্র শহর কক্সবাজার।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও কয়েকটি প্রাইভেট টিভি চ্যানেলে লাইভ সম্প্রচারের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, কক্সবাজার জেলায় ২৫ টি মেগা উন্নয়ন প্রকল্প সহ মোট ৭৭ টি বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া আরো প্রায় ৩০ টি উন্নয়ন প্রকল্পের কাজ আগামী ২ বছরের মধ্যে শুরু হবে। ২০২১ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ এর সুপারিশপ্রাপ্ত হয়। উন্নয়নশীল দেশে উত্তরণ এর জন্য বাংলাদেশ তখন থেকে ৫ বছর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত সময় পেয়েছে।