মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সচিব মো: হাবিবুর রহমান বৃহস্পতিবার ৩১ মার্চ ২ দিনের সফরে কক্সবাজার আসছেন।

সচিব মোঃ হাবিবুর রহমান বৃহস্পতিবার সকাল ১০ টা ৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন দুপুর সাড়ে ১২ টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি কর্তৃক সেড্রার সাইট স্পেসিফিক উইন্ড রিসোর্স অ্যাসেসমেন্ট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বৃহস্পতিবার বিকেল ৩ টায় তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলে ৬৬ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র পরিদর্শন করবেন।

সচিব মোঃ হাবিবুর রহমান একইদিন সন্ধ্যা ৭ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে অনুষ্ঠিতব্য বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে তিনি স্থানীয় উন্নয়নের উপর প্যানেল আলোচনায় অংশ গ্রহণ করবেন।

পরদিন শুক্রবার ১ এপ্রিল সকাল ১০ টায় ২ দিনের কক্সবাজার সফর শেষে সচিব মোঃ হাবিবুর রহমান বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে মন্ত্রীর একান্ত সচিব এরাদুল হক (উপসচিব) প্রেরিত সফরসূচিতে জানা গেছে।