এম,ডি জাফর আলম কোম্পানী লিঃ এর স্ব-নির্ভর প্রতিষ্ঠান চলমান মক্কা এন্ড মদিনা এগ্রো বহুমুখী প্রকল্পে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিশাল জনবল নিয়োগ করা হচ্ছে। দেশের যে কোন জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারিবেন।

পদের নাম/শিক্ষাগত যোগ্যতা/পদ সংখ্যা/বেতনক্রমঃ
প্রধান হিসাব রক্ষক M.B.A/C.A কম্পিউটার আবশ্যক ৫ জন ৩৫,০০০/
সহকারী হিসাব রক্ষক M.B.A/C.A ১৫ জন ৩০,০০০/
সুপার ভাইজার B.B.A/B.A
৩০ জন ২৫,০০০/
সহকারী সুপার ভাইজার B.B.A/H.S.C ৫০ জন ২০,০০০/
সাধারণন কর্মচারী ৮ম শ্রেণি ২০০০ জন ১৫,০০০/
দিবা ও নৈশঃ প্রহরী S.S.C ৬০ জন ১৫,০০০/

বি:দ্র: প্রার্থীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হইতে হইবে। আবেদনের শেষ তারিখ : ১০/০৪/২০২২ইং

আবেদনের শর্তাবলী ১. কোম্পানীর নির্ধারিত ফরমে আবেদন করিতে হইবে। ২. আবেদন ফরম ও লিখিত পরীক্ষার ফি সহ অফেরৎযোগ্য ১০০০ টাকা দিয়ে আবেদন করিতে হইবে। ৩. আবেদন পত্রে পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করিতে হইবে। ৪. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয়তা সনদপত্র, আইডি কার্ডের ফটোকপি ও সদ্যতোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সিভিসহ সংযুক্ত করিতে হইবে। ৫. লিখিত পরীক্ষার তারিখ মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হইবে। ৬. আবেদন কারীকে নিয়োগ ও লিখিত পরিক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি.এ.ডি.এ প্রদান করা হইবে না। ৭. আগ্রহী প্রার্থীদের সংস্থার আঞ্চলিক কার্যালয় ও মোবাইলের মাধ্যমে ফরম ও তথ্য সংগ্রহ করিতে হইবে। ৮. উপজাতীদের অগ্রাধিকার দেওয়া হইবে। ৯. অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে। ১০.মাদকাশক্ত ও সাজাপ্রাপ্ত আসামীর আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হইবে।

মক্কা ও মদিনা এগ্রো বহুমুখী প্রকল্প *(এম,ডি জাফর আলম কোম্পানী লিঃ এর অঙ্গ প্রতিষ্ঠান)
প্রধান কার্যালয় :
হাউজ নং ৬৮, রোড নং-০১, হিলভিউ হাউজিং সোসাইটি, পূর্ব নাছিরাবাদ, চট্টগ্রাম। আঞ্চলিক কার্যালয় : ফাইতং, লামা, বান্দরবান। মোবাইল: ০১৮৯৪-৫২১৭০৮, ০১৮৯৪-৫২১৭০৯, ০১৭৯৩-৪৭৪৯৪৯, ০১৭৯৩-৫৭৮৭৫৭ E-mail : makkahmadinaagro@gmail.com