শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়ায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আওতায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় মাল্টি সেক্টর (ডিপিএইচই অংশ) প্রকল্পের
মিনি পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম এমপিডাব্লিউইএসএস স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ১০টায় সদর বড়ঘোপ ৮ নং ওয়ার্ডে এ প্রকল্পের উদ্বোধন করেন বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫নং বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম।
এসময় তিনি বলেন, এ মিনি পাইপড ওয়াটার সাপ্লাই স্কীম এমপিডাব্লিউইএসএস স্থাপনের কাজ শেষ হলে বড়ঘোপ এলাকার উত্তর অমজাখালী, স্টিমারঘাট, খাদ্যগুদম সংলগ্ন এলাকা, নয়া পাড়া, আজমকলোনি, মনোহর খালী,ভানুবর পাড়া,জুলহার পাড়াসহ এলাকার কয়েক হাজার মানুষ বিশুদ্ধ পানি সংগ্রহ করে খেতে পারবে। ফলে তাদের স্বাস্থ্য ঝুঁকিও কমবে।
এদিকে, এ মিনি পাইপড ওয়াটার সাপ্লাই স্কীমের উদ্বোধনের খবর শুনে খুশি স্থানীয়রা।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আল আমিন,কৈয়াবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, উপজেলা যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম উদ্দিন লিটন, প্যানেল চেয়ারম্যান তৌহিদুর ইসলাম, মাঈন উদ্দিন হাসেম,হাসিনা আক্তার বিউটি, ৪নং ইউপি সদস্য জামাল হোসেন সুজা,৭নং ইউপি সদস্য সালাউদ্দীন, ৮নং ইউপি সদস্য আজিজুল হাকিমসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে মোনাজাত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।