সংবাদ বিজ্ঞপ্তি :
জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ কক্সবাজার সদর উপজেলা কমিটি গঠন কল্পে বিভিন্ন উপজেলার মাঠ পর্যায়ের সংগঠকদের নিয়ে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
১লা এপ্রিল শুক্রবার বিকাল ৪টায় জেলা জাসদ কার্যালয় কাজী আরেফ আহমদ মিলনায়তনে অজিত কুমার দাশ হিমুর সভাপতিত্বে ও মোঃ তৈয়ব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা জাসদ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা জাসদ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন মাসু, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রফিক উদ্দিন চৌধুরী, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জাসদ নেতা সাংবাদিক মোঃ আমান উল্লাহ, সহ-সম্পাদক বিপ্লব বড়–য়া, সহ-সম্পাদক খোরশেদ আলম অদুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রবাল পাল, কার্যনির্বাহী সদস্য মোঃ আমান উল্লাহ আমান, বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা সভাপতি আবদুল্লাহ আল শিফাত, চৌফলদন্ডী ইউনিয়ন সংগঠক আকবর বাদশা পুতুল, মোঃ শাকিল, খুরুশকুল ইউনিয়ন সংগঠক মিজবাহ উদ্দিন আপেল, আবু তাহের, ওসমান গণি, মোঃ বেলাল, পি.এম.খালী ইউনিয়ন সংগঠক মোঃ আবদুল মালেক, ভারুয়াখালী ইউনিয়ন সংগঠক আবদু সালাম, মোঃ কায়সার, ঝিলংজা ইউনিয়ন সংগঠক আবদুল করিম, মোঃ আবদুল্লাহ, পৌরসভা সংগঠক মোঃ দিদার মিয়া, আতাউর রহমান লিটন, মোঃ জহির প্রমুখ। সভায় বক্তরা বলেন- আগামী দিনে গরীব-দুঃখী, মেহনতি জনতার ভাত কাপড়ের অধিকার আদায়ের লড়াই সংগ্রাম অব্যাহত রাখার জন্য কক্সবাজারের প্রতিটি এলাকায় জাসদ সংগঠনকে সুসংগঠিত করার আহবান জানান নেতৃবৃন্দরা।
সভায় আগামী ১৬ এপ্রিল সদর উপজেলা জাসদের কাউন্সিল করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।
========
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।