বান্দরবান প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেল এর শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদে আসর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর অফিস প্রাঙ্গনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ইবাদত খানার ইমাম মো: রহমত উল্লাহ।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী আবু সাদাত মো:জিল্লুর রহমান, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. জামাল উদ্দিন, ঠিকাদার মো” জসিম উদ্দিন, রোটারিয়ান আনিসুর রহমান সুজন, ঠিকাদার নাজমুল হোসেন ভুইয়াসহ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বান্দরবানের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে শেখ রাসেল ও বঙ্গবন্ধু’র পরিবারের জন্য দোয়া কামনা এবং সেই সাথে দেশ ও জাতির সুখ শান্তি প্রত্যাশায় মোনাজাত করা হয়।