পবিত্র রমজান উপলক্ষ্যে গত শুক্রবার টুইটারে মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।
কিন্তু তার শিষ্টাচারে হিতেবিপরীত হয়ে দাঁড়াল। প্রশংসার পরিবর্তে পেলেন ভর্ৎসনা। খবর আরব নিউজের।
অমুসলিমদের সঙ্গে তার ওপর চটেছেন মুসলিমরাও। ফ্রান্সের মুসলিমদের দাবি, গাছের মূল কেটে ডালে পানি দিচ্ছেন কট্টর মুসলিমবিদ্বেষী এ রাজনীতিক।
কারণ গত বছর বিরোধী দলের উগ্রপন্থিদের সঙ্গে নিয়ে পার্লামেন্টে একটি মুসলিমবিরোধী আইন পাস করেন তিনি।
ওই আইনের ফলে দেশটিতে বহু মসজিদ বন্ধ হয়ে গেছে। নজরদারি বেড়েছে মুসলিমদের ওপর।
অন্যদিকে অমুসলিমরা তাকে ভণ্ড বলে গাল দিচ্ছেন। তারা বলছেন, গত ২ মার্চ ক্যাথলিকদের ধর্মীয় উৎসব ল্যান্ট উপলক্ষ্যে কেন ডারমানিন ক্রিস্টান সম্প্রদায়কে এভাবে শুভেচ্ছা দেননি?
গত শুক্রবার এক টুইটবার্তায় ফ্রান্সের স্বরাষ্ট্রমান্ত্রী জেরাল্ড ডারমানিন বলেন, ফ্রান্সের সব মুসলিমদের জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা। মূলত এর পরই তাকে নিয়ে কড়া সমালোচনা শুরু হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।