শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:

সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়ায় “ভূগর্ভস্থ পানি: অদৃশ্য সম্পদ, দৃশ্যমান প্রভাব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পানি দিবস-২০২২ পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (৪ এপ্রিল) উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে বড়ঘোপ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাছান।

তিনি বলেন, ফসল উৎপাদন, সেচ ও গৃহস্থালি কাজে ভূগর্ভস্থ পানির ব্যবহার ক্রমশ বাড়ছে। মাটির নিচে পানির আধার সুরক্ষা ও পানির গুণাগুণ বজায় রাখতে ভূ-উপরস্থ ও ভূগর্ভস্থ পানির সমন্বিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ।

সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কপিল উদ্দিন কবীর, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.হাছান কুতুবী, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পাউবোর এসও এলটন চাকমা প্রমুখ ।

এসময় উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।