আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার) :
কক্সবাজারের টেকনাফ বঙ্গোপসাগরের উপকূলে হ্যাচারিতে জন্ম নেয়া ৪০০টি কচ্ছপের বাচ্চা সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৭এপ্রিল) বেলা ১১ টার দিকে টেকনাফ বাহারছড়ার শামলাপুর সৈকতে বাচ্চাগুলোকে সমুদ্রে ছেড়ে দেয়া হয়।
বন বিভাগের সহায়তায় মেরিন লাইফ এলায়েন্স এসব কচ্ছপের বাচ্চা সংরক্ষণ ও অবমুক্ত করেছে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন হোয়াইক্যং রেঞ্জের শামলাপুর বিট অফিসার কেবিএম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
মেরিন লাইফ এলায়েন্সের গবেষণা সহকারী ওসমান সরওয়ার জানান, গত ২৫ জানুয়ারি থেকে অলিভ রিডলি জাতের মা কচ্ছপ সৈকতে ডিম দিয়েছিল। কক্সবাজার জেলায় বিভিন্ন অংশে দেয়া ডিমগুলো সংগ্রহ করে কচ্ছপ ও সমুদ্রের
জীব বৈচিত্র্য সংরক্ষণে কাজ করে মেরিন লাইফ এলায়েন্স ।শামলাপুর বিট কর্মকর্তা কেবিএম ফেরদৌস জানান, সমুদ্রের আবর্জনাগুলো ভক্ষণ করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা রাখে কচ্ছপ। নিষিদ্ধ জালে মাছ শিকারের সময় আটকা পড়ে মারা যায় কচ্ছপ। এদিকে মাছ ধরার সময় সকলকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।