এম.মনছুর আলম,চকরিয়া:
দক্ষিণ চট্টগ্রামের অন্যতম ও জেলার শ্রেষ্টতম শিক্ষা প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিদর্শন করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ। তিনি ৭ মার্চ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিদর্শনে আসলে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও প্রধান শিক্ষক নুরুল আখের।
পরে জেলা প্রশাসক মামুনুর রশীদ শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষ গুলো ঘুরে ঘুরে দেখেন। এসময় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির বেশকিছু শিক্ষার্থীর সাথে কথা বলেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জানতে চান। প্রতিষ্ঠানটির পড়ালেখার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত পড়ালেখা করে দেশে অবদান রাখতে পরামর্শ দেন তিনি।
বিদ্যালয় পরিদর্শনে এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাহাত উজ জামান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শওকত হোসেন, এম.মনছুর আলম রানা ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।