হ্যাপী করিম, মহেশখালী:
বাংলাদেশ পুলিশ মহেশখালী থানার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) দুপুরে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাল্যবিবাহ, ইভটিজিং, ফেসবুক, মাদক এবং জ্ঞানার্জনের পাশাপাশি সুন্দর, শোভনীয় ও মার্জিত আচরণের উপর গুরুত্বারোপ করে সভাটি অনুষ্ঠিত হয়।
মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মকসুদ আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহেশখালী-কুতুবদিয়ার সহকারী পুলিশ সুপার (সার্কেল) আবু তাহের ফারুকী,
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই পিপিএম, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়েক হায়দার'সহ এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আবুতালেব, জনাব আব্দুল মজিদ,বাবু সুকুমার পাল,জনাব নিয়াজ মোর্শেদ প্রমূখ।
এতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন..অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাই পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষকবৃন্দ।