শাহেদ মিজান, সিবিএন:
কক্সবাজার মেরিন ড্রাইভে সড়কে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পেটান আলী এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

শনিবার (৯এপ্রিল) রাত ১০টার দিকে কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের ইনানীর রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পেটান আলী উখিয়া ভালুকিয়া এলাকার বাসিন্দা ।

বিষয়টি নিশ্চিত করেন ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অলিউডর রহমান জানান, রাতে কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া পথচারীদের উপর পড়ে। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ চার পথচারী আহত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।