শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

কক্সবাজারের কুতুবদিয়া থানার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারা দেশে একযোগে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে ভার্চুয়ালি মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরই অংশ হিসাবে কুতুবদিয়া থানার আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে সরাসরি অনুষ্টানটি প্রদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ ওমর হায়দার,পুলিশ পরিদর্শক তদন্ত আমিন কাদের খান,উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন,মাজেদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি,মহিলা নেত্রী বেবি আক্তার,বড়ঘোপ প্যানেল চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি,পুলিশ সদস্যসহ স্কুলের শিক্ষার্থী এবং সাংবাদিকবৃন্দ।