ইমাম খাইরঃ
কক্সবাজার শহরের সিটি কলেজ এলাকায় আলোচিত রিদুয়ান হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি সোমরাত উদ্দিন সোহাতকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে সদরের ঝিলংজা হাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সোহাত দক্ষিণ সাহিত্যিকা পল্লীর মাসুদুল করিমের ছেলে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, গত ২৮ মার্চ সন্ধ্যায় কক্সবাজার সিটি কলেজ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্র রিদুয়ান।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।