এম.এ আজিজ রাসেল :
টমি মিয়ার নাম শুনেনি এমন মানুষ খুব বেশি পাওয়া যাবে না। যিনি আন্তর্জাতিক মানের একজন রন্ধন শিল্পী। এই টমি মিয়াই রন্ধন শিল্প দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। লন্ডন বসবাস করা টমি এবার এলেন কক্সবাজারে। দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে পর্যটন নগরী কক্সবাজারে এবার যাত্রা শুরু করলো দেশের খ্যাতনামা রন্ধন শিল্পী টমি মিয়ার ‘টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট।

সোমবার (১১ এপ্রিল) হোটেল সী গালের বলরুমে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা নোঙর এর সাথে অংশীদারি ভিত্তিতে কক্সবাজারে হসপিটালিটি এই ইনস্টিটিউটটি চালু করছে বিখ্যাত রন্ধনশিল্পী টমি মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর- রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্ট ফোরকান আহমদ, কক্সবাজার চেম্বার সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) মো. নাসিম আহমেদ, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আবদুল কুদ্দুস রানা, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, স্কাসের নির্বাহী প্রধান জেসমিন প্রেমা, টুয়াক সভাপতি আনোয়ার কামাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নোঙরের নির্বাহী পরিচালক দিদারুল আলম ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘টমি মিয়ার রন্ধন শিল্প দেশ ছাড়িয়ে বিদেশেও খ্যাতি রয়েছে। তাঁর এই ইন্সটিটিউট থেকে তৈরি হবে দক্ষ জনশক্তি। এতে করে হ্রাস পাবে বেকারত্ব। এছাড়া ছেলেমেয়েদের কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ হয়ে গড়ে ওঠবে।’

টমি মিয়া বলেন, ‘এখানে শেফ ট্রেনিং ও হোটেল ম্যানেজমেন্ট নিয়ে দুইটি বিভিন্ন মেয়াদের কোর্স রয়েছে। কোর্স সম্পন্ন হলে তারকামানের হোটেলে ইন্টার্নিশিপ করার ব্যবস্থা করা হবে। শেফ ট্রেনিংয়ের আওতায় থাকবে এক বছর ও ছয়মাস মেয়াদি ডিপ্লোমা ইন ফুড প্রিপারেশন এন্ড কুলিনারী আটস, তিন মাস ও একমাস দেয়াদি সার্টিফিকেট ইন ফুড প্রিপারেশন এন্ড কুলিনারী আটসসহ চারটি কোর্স। হোটেল ম্যানেজমেন্ট বিভাগের আওতায় থাকবে এক বছর মেয়াদি ডিপ্লোমা ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, তিনমাস মেয়াদি সার্টিফিকেট ইন হাউজ কিপিং, সার্টিফিকেট ইন ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এবং ফুড সেফটি কোর্স। তাছাড়া বর্তমানে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, নিউজিল্যান্ড ও ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে স্কিল মাইগ্রেশান হচ্ছে। আমাদের আন্তর্জাতিক মানের সার্টিফিকেট দিয়ে বিশ্বের যে কোন দেশে ভিসা ও শতভাগ চাকুরী হয়।’

এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।