বলরাম দাশ অনুপম:
রিকশাওয়ালা বাবার একমাত্র সন্তান প্রতিক দে। বাবা রিকশা চালিয়ে কঠোর পরিশ্রমে অর্জিত অর্থ দিয়ে পড়ালেখা করিয়েছেন তাকে। সম্প্রতি কক্সবাজার জেলায় পুলিশ কনস্টেবল পরীক্ষায় নানান চড়াই উৎরাই পেরিয়ে চুড়ান্তভাবে নিয়োগ পেয়েছে রিকশাওয়ালা বাবার এই সন্তান। মাত্র ১২০ টাকা খরচে সরকারি চাকুরী পাওয়ায় আবেগাপ্লুত প্রতিক দে। তিনি আমাদের জানালেন তার সংগ্রামী জীবনের কথা।
প্রতিক দে বলেন, আমি একজন রিক্সাচালকের ছেলে হলেও আমার মা-বাবা আমাকে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছেন। যার ফল আজ পেয়েছি। প্রতিক দের মতোই কনস্টেবল হিসেবে চাকরি পেয়েছেন এই মুক্তিযুদ্ধা সন্তান। তার বাবা আব্দুল মান্নান পেকুয়া উপজেলার খ্যাতনামা একজন মুক্তিযোদ্ধা। বিনা ঘুষে পুলিশে চাকুরি পাওয়ায় তার সাথে আবেগাপ্লুত তার মাও।
শুধু রিকশাওয়ালা কিংবা মুক্তিযুদ্ধার সন্তান নই, কক্সবাজার জেলা থেকে ৪ জন নারীসহ মোট ৬৪ জন নিয়োগ পেয়েছে বাংলাদেশ পুলিশে। এদিকে সোমবার (১১ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ লাইন্সে ট্রেইনিং রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারী-২০২২ লিখিত ও মৌখিক পরীক্ষায় উর্ত্তীণ হয়ে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে কক্সবাজার জেলা পুলিশ। সেখানে সাংবাদিকদের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন-শতভাগ স্বচ্ছতা এবং সম্পূর্ন নিজ নিজ যোগ্যতা অনুযায়ী নিয়োগ পেয়েছেন বাংলাদেশ পুলিশে যোগ দিতে যাওয়া এই নব্য সদস্যরা। পুলিশ সুপার আরো বলেন-বেশ কয়েকটি ধাপ পেরিয়ে এই ৬৪ জনকে নির্বাচিত করা হয়েছে। এসময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রফিকুল ইসলামসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।