আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ রকিবুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের ওই এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক যুবক ঐ ইউনিয়নের পূর্ব লেদা এলাকার ওহিদুল কাদেরের ছেলে।
কক্সবাজার র্যাব-১৫ ক্যাম্পের সিঃ পরিচালক (ল'এন্ড মিডিয়া) অতিঃপুলিশ সুপার মোঃবিল্লাহ উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লেদা টাওয়ার রহমত উল্লাহ মার্কেটের সামনে মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টিম ঐ এলাকায় অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে ধৃতের দেহ ও সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।