এস.এম.জুবাইদ, পেকুয়া (কক্সবাজার) :
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ ইসলামি ব্যাংক পেকুয়া শাখা কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পেকুয়া বাজারস্থ ইসলামি ব্যাংক পেকুয়া শাখা কার্যালয়ে পেকুয়া শাখার সিনিয়র অফিসার আবু ছিদ্দিকের পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামি ব্যাংক পেকুয়া শাখার প্রিন্সিপাল অফিসার এসএম ইখতিয়ার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, ইসলামি ব্যাংক বাঁশখালী শাখার এভিপি ও শাখা প্রধান মোহাম্মদ খানে আলম, এভিপি ইসলামি ব্যাংক শাখা প্রধান মনির উদ্দিন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মজিবুর রহমান, সাতকানিয়া এমইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মনিরুল আলম, বিশিষ্ট আলেমেদ্বীন আখতারুজ্জামান, আব্দুল জব্বার প্রমূখ।
এসময় বক্তারা বলেন, ব্যাংক সেবার অন্যান্য শাখা গুলোর তুলনায় ইসলামি ব্যাংকের সেবা অনেকাংশে এগিয়ে। এ ব্যাংক গ্রাহকদের সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে আলোচনা সভা শেষে পেকুয়া জমিদার বাড়ি জামে মসজিদের খতিব কারী নুরুস সুলতানের দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্তি ঘোষণা করা হয়।