সিবিএন ডেস্ক:

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৭ ও ২ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।
গত ১২ এপ্রিল থেকে ১৩ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত কক্সবাজার সদর মডেল থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ৩ টি স্টীলের টিপ ছোরা, ১  টি ছোরা, ২ টি লোহার রড ও ১০  টি কালো শপিং ব্যাগের তৈরি মুখোশ উদ্ধার করে উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।