সংবাদ বিজ্ঞপ্তি:
তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মূছায়ে-এই প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জাট কক্সবাজার, আয়োজন করলো বাংলা নববর্ষ ১৪২৯ বঙ্গাব্দ। সমবেত যন্ত্রসঙ্গীত বাজিয়ে নুতন বছরকে আবাহন করা হয়।এরপর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়।
এরপর সায়ন্তন ভট্টাচার্যের সঞ্চালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান “এসো হে বৈশাখ” দিয়ে শুরু করে একে একে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন জোটের বিভিন্ন সংগঠনের শিল্পীবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কক্সবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ কানিজ ফাতেমা মোস্তাক। এই সময় উপস্থিত ছিলেন এডিসি(রেভিনিউ) আল আমিন পারভেজ, এডিসি(সার্বিক) জনাব,জাহিদ ইকবাল,এডিসি(শিক্ষা),বিভিষণ কান্তি দাশ,এ,এস,পি, রফিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জনাব,ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, পৌর আওয়ামীলীগের বেন্টু দাশ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের কার্যকরী পরিষদের সদস্য,এডভোকেট তাপস রক্ষিত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, সাংস্কৃতিক জোটের পংকজ বৈদ্য,আবুল কাশেম বাবু, মোঃ খোরশেদ আলম, সুবিমল পাল,দীপক শর্ম্মা দীপু,এম জসিম উদ্দিন, প্রতিভা দাশ,এ,বি,ছিদ্দিক খোকন,ওয়াহিদ মুরাদ সুমন,মনির মোবারক, অজয় মজুমদার,আজিজ উদ্দীন,কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তী, সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং,এ,খ্যান সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ। সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কক্সবাজার জেলা, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সৃজন সঙ্গীত ভূবন, বিজয়মুখ’র শিল্পীদের পরিবেশনায় সমবেত গান, একক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হয়। এরপর একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।