সংবাদ বিজ্ঞপ্তি
কক্সবাজার সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি জনাব শামসুল আলম বাহাদুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মহসিন, হোটেল রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন সভাপতি আমিনুল ইসলাম হাসান,
শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদর, এক্সরে প্যাথলজি শ্রমিক ইউনিয়ন সভাপতি মোক্তার আহমেদ,
শ্রমিক কল্যাণ ফেডারেশন উখিয়া উপজেলা সভাপতি সরোয়ারুল ইসলাম, টেকনাফ উপজেলা সভাপতি কলিম উল্লাহ বাহারি,জাতীয় ইমাম সমিতির শহর সভাপতি রফিক বিন ছিদ্দিকী প্রমুখ।
প্রধান অতিথি শামসুল আলম বাহাদুর বলেন, ট্রেড ইউনিয়ন হলো শ্রমিক-পেশাজীবীদের নিবন্ধিত প্লাটফর্ম এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আইনগত হাতিয়ার। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য ট্রেড ইউনিয়নের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিক মেহনতি মানুষকে ইসলামের আদর্শের ভিত্তিতে গড়ে তুলতে হবে।
ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমেই শ্রমিকদের অধিকার আদায় সময়ের ব্যাপার মাত্র।
তাই ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠায় ট্রেড নেতৃবৃন্দদের আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে।
শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের ন্যায অধিকার আদায়ের আন্দোলনকে আরো বেগবান করতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান।
সদর উপজেলা দর্জি শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিল
