সিবিএন ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার এর যুব রেড ক্রিসেন্ট ইউনিটের ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এডভোকেট আয়াসুর রহমান, সেক্রেটারি খোরশেদ আলম ও ইউনিট লেভেল অফিসার আজরুল উদ্দিন সাফদারের স্বাক্ষরিত উক্ত কমিটিতে যুব প্রধান হিসেবে রয়েছে আসিফ রায়হান কাফি, উপ-যুব প্রধান-১ মেহেরুন জান্নাত নিসা, উপ-যুব প্রধান-২ রুবায়েত হোসেন রাফি, জনসংযোগ ও পরিকল্পনা বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল্লাহ, উপ- বিভাগীয় প্রধান সাখাওয়াত হোসেন স্বাস্থ্য ও সেবা বিভাগের বিভাগীয় প্রধান শাহাদাত হোসেন জিসান ও উপ-বিভাগীয় প্রধান আতাহার ইসতিয়াক, প্রশিক্ষণের বিভাগীয় প্রধান আবু হানিফ, উপ-বিভাগীয় প্রধান সাবরিনা মঞ্জুর শাম্মি, রক্ত বিভাগের বিভাগীয় প্রধান দুর্জয় দাশ, উপ-বিভাগীয় প্রধান ওসামা হুদা আবিদ, বন্ধুত্ব বিভাগের বিভাগীয় প্রধান কামরিনা সুলতানা কারিনা, উপ বিভাগীয় প্রধান ইফতেখার মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান
মোহাম্মদ সবুজ ও ইসরাত জাহান ইশাতকেব উপ-বিভাগীয় প্রধান করে ১৫ সদস্য এই কমিটি ঘোষণা করা হয়।
১৩'ই এপ্রিল ঘোষিত এই কমিটি আগামী দুই বছর ( ২'ই এপ্রিল ২০২৪) পর্যন্ত অনুমোদন দেয়া হয়।