আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)
কক্সবাজারের টেকনাফ পৌরসভার লামার বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার চৌধুরী পাড়া লামার বাজার এলাকা থেকে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,টেকনাফ পৌরসভার ৭নং ওয়ার্ডের উত্তর জালিয়া পাড়া এলাকার মৃত মোকতার আহমদের ছেলে শাহ আলম (৪২) ও একই এলাকার মৃত মো. হাসিমের ছেলে জাকির হোসেন (৫০)।
এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মো.সিরাজুল মোস্তফা মুকুল।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন লামার বাজার এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ জোনের একটি টিম উক্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।পরে ধৃতদের হেফাজতে থাকা দেহ তল্লাশি করে ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০লাখ টাকা।
তিনি আরো জানান,আটকদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।