পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ছফওয়ানুল করিমের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এ ঘটনায় তার ছোট ভাই ব্যাংকার জিল্লুর করিমও আহত হয়েছে। আহতদেরকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়াস্থ ব্রীজের পাশে এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
জানা যায়, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা শেষে রোগীকে ছাড় দেওয়ার সময় টাকা আদায়ের অভিযোগ উঠেছে অস্থায়ী কর্মচারী (নাইট গার্ড) মিফতাহ উদ্দিনের বিরুদ্ধে। সেই অভিযোগ পেয়ে তার ব্যাপারে তথ্য সংগ্রহ করায় ক্ষুদ্ধ হয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজাদীর পেকুয়া প্রতিনিধি মো. ছফওয়ানুল করিমের উপর। হামলায় সাংবাদিক ছফওয়ানুল করিমের মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক ছফওয়ানুল করিম জানান, পেকুয়া প্রেস ক্লাবের উদ্দেশে বিকেল তিনটার দিকে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে বের হন তিনি। এ সময় একই এলাকার মৃত এয়ার মোহাম্মদের পুত্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অস্থায়ী নাইট গার্ড মিফতাব উদ্দিনের নেতৃত্বে ৭/৮ জন সন্ত্রাসী অতর্কিতভাবে আমাকে ও আমার ভাইকে চারদিক থেকে ঘিরে হামলা চালায়।
সাংবাদিক ছফওয়ানুল করিম অভিযোগ করে আরো বলেন, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী ভর্তি ও চিকিৎসা শেষে ছাড় নেওয়ার সময় বাধ্যতামূলকভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল অস্থায়ী এ কর্মচারী মিফতাহ উদ্দিন। অসংখ্য ভুক্তভোগীর কাছ থেকে সেই অভিযোগ পেয়ে মিফতাহ উদ্দিনের ব্যাপারে তথ্য সংগ্রহ করছিলাম। এতে ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে তার ওপর। হামলায় মাথা, গলা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে।
এ ঘটনায় তিনি বাদী হয়ে হামলায় জড়িত আটজনের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি এজাহার জমা দিয়েছেন। এজাহার পাওয়ার পর পরই পেকুয়া থানা পুলিশ ঘটনার সাথে জড়িত নাছির উদ্দিনের পুত্র মোহাং কামাল উদ্দিনকে পেকুয়া চৌমুহনী একটি কম্পিউটারের দোকান থেকে আটক করে।
এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি এবং এ ঘটনার সাথে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিক ছফওয়ানুল করিমের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় আটক-১
